আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়
ফুলপুর ময়মনসিংহ।
সিটিজেন চার্টার
গ্রামীন বাংলাদেশের সুরুক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ,আর্থ-সামাজিক উন্নয়নে শক্তি সঞ্চালন এবং জরুরী/যুদ্ধাবস্থায় সেনাবাহিনীর নিয়ন্ত্রনে আভিযানিক দায়িত্ব পালন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সুবৃহৎ Training oriented শৃংখলা বাহিনী। এ বাহিনীর বিস্তৃতি তৃণমূল পর্যায়ে। বাহিনীর বিপুল স্বেচ্ছাসেবী সদস্য ও সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে সচেতনতা,কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান,স্থানীয় নেতৃত্ব, নারী নেতৃত্ব সৃষ্টি ও নারী উন্নয়নে সারা বছর গ্রাম ,উপজেলা,জেলা ও রেঞ্জসহ বিভিন্ন প্রশিক্ষন প্রতিষ্ঠান এবং আনসার ভিডিপি একাডেমিতে মৌলিক অস্ত্র চালনা, সামরিক ও পেশাভিক্তিক বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম বাস্তবায়ন করছে। আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বিভন্ন সেবা কর্মসূচী সমুহের বিবরণ প্রদত্ত হলোঃ
১। গ্রাম ভিক্তিক মৌলিক প্রশিক্ষণ(ভিডিপি পুরুষ ও মহিলা)
ক) এই প্রশিক্ষনের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/সদস্যগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভিডিপি প্লাটনের সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হন।
খ) সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা সমন্বয়ে গঠিত দুটি প্লাটনকে সরকারী খরচে ১০দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়।
গ) প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষন শেষে সনদ পত্র প্রদান করা হয়।
ঘ) এই প্রশিক্ষনের মাধ্যমে গ্রামের ভিডিপি পুরুষ ও মহিলা প্লাটন সমুহ পুনরগঠিত করা হয়।
ঙ) প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যগণ তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সরকারী চাকুরীতে নির্ধারীত ১০% কোটায় আবেদন করার সুযোগ পান
২। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ(পুরুষ ও মহিলা)
ক) এই প্রশিক্ষণ গ্রহন করলে সদস্য ও সদস্যগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে স্বক্ষম হন এবং অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন।
খ) জেলা সদরে প্রাথমিক পর্ব এবং ধারাবাহিক ভাবে আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর,গাজীপুওে চুড়ান্ত পর্বে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।
গ) উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নির্ধারিত কোট অনুযায়ী সদস্য/সদস্যদের বাছাই করে প্রশিক্ষণ শিবিরে প্রেরণ করেন।
ঘ) প্রশিক্ষণ কালীন প্রশিক্ষনার্থীদের বিনামূল্যে থাকা,খাওয়া,পোষাক পরিচ্ছেদ প্রদান করা হয়।
ঙ) এই প্রশিক্ষণ সাফল্যজনক ভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী কেপিআই/গুরুত্বপূর্ন সংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেন
চ) প্রশিক্ষণ গ্রহনকারী সদস্য/সদস্যগণ দূর্গা পূজা, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকেন।
৩।পেশা ভিক্তিক প্রশিক্ষণ (মহিলা পুরুষ)
মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশা ভিক্তিক প্রশিক্ষনের মাধ্যমে একজন আনসার ভিডিপি সদস্য/সদস্যা শ্বনির্ভর হওয়ার সুযোগ পায়। আনসার ভিডিপি সংগঠন প্রতিবছর বিভিন্ন ধরনের পেশাভিক্তিক প্রশিক্ষন দিয়ে থাকে। যেমনঃ-
Ø বেসিক কম্পিউটার প্রশিক্ষণ।
Ø ওয়েলডিং প্রশিক্ষণ।
Ø মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ।
Ø সেলাই প্রশিক্ষণ।
Ø সুয়েটার নিটিং প্রশিক্ষণ।
Ø সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষন।
Ø ফ্রিজ এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ্
Ø ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ।
Ø যুগপৎ প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ প্রশিক্ষণ।
Ø গবাদি পশু পালন ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন।
Ø মৎস্য চাষ প্রশিক্ষণ।
Ø নকশি কাথাঁ তৈরী প্রশিক্ষণ।
Ø ড্রাইভিং প্রশিক্ষণ।
Ø অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষণ।
Ø উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষণ।
Ø আধুনিক ফল চাষ প্রশিক্ষণ।
Ø মাশরুম চাষ প্রশিক্ষণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস